দৈনিক খবর

সুবর্ণাকে মেয়ের স্বীকৃতি দিলেন ব্যারিস্টার সুমন

এখন পর্যন্ত সুবর্ণা স্কুল ও জাতীয় পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক পেয়েছেন। এ ছাড়া এ বছর অর্জন করেছেন দৌড় ও দীর্ঘ লাফে জেলা, বিভাগ এবং অঞ্চল পর্যায়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। কিন্তু এত সব অর্জনের পরেও অর্থের অভাবে বিকেএসপিতে ভর্তি হতে পারছিলেন না সুবর্ণা। দরিদ্র ভ্যানচালক বাবার পক্ষে তার ভর্তির টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না।

এদিকে নারী দিবসে সেই সুবর্ণার পাশে দাঁড়ালেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দিলেন মেয়ের হিসেবে ‘স্বীকৃতি’। বিকেএসপিতে সুবর্ণার ভর্তি ও এক বছরের খরচ বাবদ প্রায় এক লাখ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ব্যারিস্টার সুমন।

আজ বুধবার ৮ মার্চ ঢাকার কলাবাগানের নিজ চেম্বার থেকে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এ তথ্য জানান। ওই লাইভের ক্যাপশনে সুমন লেখেন, ‘সুবর্ণা আমার মেয়ে, তার দায়িত্ব আমার, আমাদের, রাষ্ট্রের।’

সেই ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, ‘সংবাদমাধ্যমে আমি দেখতে পাই সুবর্ণা বিকেএসপিতে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পরও তার ভ্যানচালক বাবা টাকা জোগাড় করতে না পারায় সে ভর্তি হতে পারছে না। বিকেএসপিতে ভর্তি হতে ২৩ হাজার টাকার মতো লাগে।’

তিনি বলেন, ‘এই ২৩ হাজার টাকা এবং পরবর্তীতে সেখানে অনেক টাকা খরচ হয়। এ কারণে ভর্তি হতে পারেনি সুবর্ণা। আমি এর আগে ঘোষণা দিয়েছিলাম সুবর্ণার ভর্তি হতে যত টাকা লাগে আমি দেব এবং আগামী এক বছর প্রতি মাসের খরচ হিসেবে পাঁচ হাজার টাকা দেব। আজ সেই টাকা হস্তান্তর করেছি।’

এদিকে ব্যারিস্টার সুমনের সঙ্গে লাইভে থাকা সুবর্ণা বলেন, ‘আমার স্বপ্ন আমি দ্রুত মানবী হব। অলিম্পিক গেমসে স্বর্ণপদক জয় করে এনে দেশের মানুষকে দেখাব, আমিও পারি।’

Related Articles

Back to top button