দৈনিক খবর

‘হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির প্রতি চিরকাল ঋণী থাকব’

গাড়ি দুর্ঘটনার আহত হওয়ার পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেছেন ভারতীয় উইকেটরক্ষক রিশাভ পান্ত। সোমবার (১৬ জানুয়ারি) টুইটারে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভয়াবহ সেই গাড়ি দুর্ঘটনার পর যে দুই ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার করে রিশাভ পান্ত বলেছেন, রজত কুমার ও নিশু কুমার আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি আমি আজীবনের জন্য ঋণী ও কৃতজ্ঞ হয়ে গেলাম।

এর আগে, গত ৩০ ডিসেম্বর মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন রিশাভ পান্ত। এরপর প্রথমবারের মতো গত সোমবার (১৬ জানুয়ারি) বেশ কয়েকটি টুইট করেন এই ক্রিকেটার। বিসিসিআই এবং জয় শাহকে ধন্যবাদ জানিয়ে পান্ত বলেন, দারুণ সমর্থন পাচ্ছেন তিনি। পান্ত বলেন, শুভ কামনা ও সমর্থনের জন্য আমি সম্মানিত বোধ করছি। সেই সাথে আমি কৃতজ্ঞ। আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রিশাভ পান্ত আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সামনের চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। সবাইকে হয়তো আলাদা করে ধন্যবাদ জানাতে পারবো না। কিন্তু সেই দুইজনের কথা আমাকে স্বীকার করতেই হবে, যারা আমাকে দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রজত কুমার ও নিশু কুমার, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমি চিরদিনের জন্য কৃতজ্ঞ ও ঋণী হয়ে রইলাম।

Related Articles

Back to top button