দৈনিক খবর

পাঁচ বছর চেষ্টার পর সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েন সাকিবের উপর

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে চট্টগ্রামে রয়েছে দলগুলো। এরই মধ্যে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানও পৌছে গেছেন চট্টলায়। সেখানে মাঠে নামার আগেই বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামে পুমার একটি শো-রুম উদ্বোধন করতে দেখা যায় সাকিবকে।

আর শো রুম উদ্বোধন করতে এসেই বিব্রতকর এক পরিস্থিতির শিকার হতে হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে। কেননা উপস্থিত মঞ্চে কথা বলার সময় চট্টগ্রামের লাল খান বাজারে এক ভক্ত ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সাকিবের ওপর। যদিও সাকিব প্রথমে কিছুটা বিব্রতবোধ করেছিলেন। এরপর উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জানা গেছে, ওই তরুণের নাম তারেক। থাকেন চট্টগ্রামের কদমতলীতে। তিনি জানান, প্রায় ৫ বছর ধরে চেষ্টা করছিলেন সাকিবের সঙ্গে ছবি তুলবেন বলে। তাই এবার সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করতে চাননি তিনি।

তারেক বলেন, ‘২০১৭ থেকে ইচ্ছে সাকিব ভাইয়ের সঙ্গে একবার ছবি তুলবো। একবার চেয়েছিলাম স্টেডিয়ামে ছবি তুলতে, পারি নাই। এরপর চিন্তা করলাম এখানে জড়িয়ে ধরি একবার। ভালোবেসে বুকে টেনে নেই।’

কেন হঠাৎ জড়িয়ে ধরতে গিয়েছিলেন জানতে চাইলে তারেক বলেন, ‘আমি বুঝতে পারিনি সাকিব ভাই আসবে। এমএ আজিজ থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কী হচ্ছে। পরে বলে সাকিব ভাই আসতেছে। গাড়ির থেকে যখন নামতেছে, তখন চেষ্টা করেছিলাম লাফিয়ে স্টেজে উঠে জড়িয়ে ধরতে। আমি একজন ক্রিকেট খেলোয়াড়, সাকিব ভাইকে জড়িয়ে ধরার ইচ্ছে ছিল।’

Related Articles

Back to top button