দৈনিক খবরবিনোদন

আমার এই টাকায় পাঁচজন মানুষেরও ঈদ হলে আমি তাতেই খুশি: তানজিন তিশা

রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ভয়াবহ আগুন লাগে। মার্কেটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যায় বঙ্গবাজার কমপ্লেক্সে বঙ্গ মার্কেট, গুলিস্তান মার্কেট, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট ও এনেক্সকো টাওয়ার। এদিকে ব্যবসায়ীদের বিশাল এই ক্ষতি পূরণ সম্ভব না হলেও কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দেশের অর্থ ও হৃদয়বান মানুষরা।

এবার এ তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার জন্য চড়া দামে পোড়া কাপড় কিনেছেন এ অভিনেত্রী। আর্ত-মানবতার সেবায় নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তানজিন তিশা দুটি ছবি দিয়ে প্রতিষ্ঠানটি ফেসবুকে এক পোস্টে লিখেছে, ‘আগুন লাগার আগের দিন ১৫ হাজার টাকা পর্যন্ত দাম ছিল, মাঝ বরাবর পুড়ে যাওয়ায় এখন সে শাড়ির দাম শূন্য টাকা। ব্যবসায়ীটি কাঁদতে কাঁদতে ফেলে দিচ্ছিল, এমন শাড়িগুলো বিদ্যানন্দের কর্মীরা সেগুলো সংগ্রহ করে এনেছে বিক্রির জন্য। জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সে শাড়িটি চড়া মূল্যে সংগ্রহে রাখলেন নিজের কাছে।’

সেই পোস্টে অভিনেত্রীর ছোট্ট এক বক্তব্যও যোগ করা হয়েছে। তাতে লেখা, ‘‘শাড়িটির পিছে শ্রম দেয়া মানুষগুলোর দোষ কি? দরিদ্র কর্মচারীদের কেন ঈদ আনন্দ হবে না? আমার এই টাকায় পাঁচজন মানুষেরও ঈদ হলে, আমি তাতেই খুশি।’’পোস্টটিতে আরও লেখা হয়েছে, ‘বিদ্যানন্দ দেড় কোটি টাকা ক্ষতিগ্রস্ত কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে তুলে দিতে প্রশাসনের সাপোর্ট নিচ্ছে। বিক্ষিপ্তভাবে কাজের পরিবর্তে অভিজ্ঞতার সাহায্য নিতে চাই।’

Related Articles

Back to top button