দৈনিক খবর

পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক নৌ-পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘাতক পুলক দাশকে আটক করেছে। সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম বানিয়াচং উপজেলার মার্কুলি নৌ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গ্রেফতার পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের ক্ষীর মোহন দাশের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে স্থানীয় মার্কুলী বাজারে পুলিশ সদস্য জাহাঙ্গীরের সঙ্গে ঘাতক পুলকের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলক উত্তেজিত হয়ে মাথায় আঘাত করলে পুলিশ সদস্য মাটিয়ে লুটিয়ে পড়ে। এ সময় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিন রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় রাতেই পুলককে আটক করেছে পুলিশ।

এদিকে স্থানীয়রা জানান, নৌ পুলিশে চাকরি করার সুবাদে স্থানীয় লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কনস্টেবল জাহাঙ্গীর আলমের। ঘটনার আগের দিন ওই এলাকায় পুলক দাশকে গাঁজা সেবন করতে দেখেন জাহাঙ্গীর। তিনি তাকে গাঁজা সেবন না করার উপদেশ দিয়ে শাসন করেন। এ শাসনের কারণে ক্ষোভ থেকেই কনস্টেবল জাহাঙ্গীর আলমকে পুলক হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বানিয়াচং থানার অফিসার অজয় জানান, আটককৃত পুলক একজন মাদকাসক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনে নিষেধ করার জন্যই তাকে হত্যা করা হয়েছে।

Related Articles

Back to top button