দৈনিক খবর

মক্কায় ভয়াবহ বন্যা, নিহত ১

পবিত্র শহর মক্কায় প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এক অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মক্কায় গত রোববার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার এই বৃষ্টি প্রবল রূপ নেওয়ায় আকস্মিক বন্যা দেখা হয় এই মরুশহরে। মৃত ওই অভিবাসী ব্যক্তি সেই বানের পানিতে ভেসে গিয়েছিলেন।

সৌদি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই ব্যক্তির আবাস থেকে ১৩ কিলোমিটার দূরে তার মৃতদেহ খুঁজে পেয়েছেন ফায়ারসার্ভিসের উদ্ধারকর্মীরা। মৃত ওই ব্যক্তি মিয়ানমারের নাগরিক ছিলেন। তার সম্পর্কে আর বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে আছে।

এদিকে মরুভূমির দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, তায়েফ ও জেদ্দাসহ অধিকাংশ শহরে রোববার থেকে শুরু হয়েছে বৃষ্টি। কয়েকটি শহরে তুমুল বর্ষণের কারণে বন্যাও হয়েছে। মঙ্গলবারও থামেনি মক্কার বৃষ্টি। দুর্ঘটনা ও ভোগান্তি এড়াতে নগর কর্তৃপক্ষ সোমবার থেকেই মক্কার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন।

Related Articles

Back to top button