দৈনিক খবর

সমুদ্র সৈকতে ভেসে আসা বস্তু নিয়ে আতঙ্কিত বাসিন্দারা, চীনেই নজরদারি চালানোর যন্ত্র কিনা- মেলেনি ইঙ্গিত

মাঝে মধ্যেই সমুদ্র সৈকতে ভেসে আসে নানা অজানা বস্তু। যা নিয়ে রীতিমতো নানা কৌতূহল দেখা দেয় সবার মনেই। আর এরই ধারাবাহিকতায় এবার জাপানের হামামাতসুর এনসু নামক একটি সমুদ্র সৈকতে ভেসে এসেছে গোলাকৃতির একটি বস্তু। জিনিসটি আসলে কি, তা এখনো জানা যায়নি। তবে অজানা এ বস্তুটিকে কেন্দ্র করে বেশ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের মতে জাপানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে, জাপানি কর্মকর্তারাও জানেন না এটি আসলে কী। তারা শুধু জানে যে গোলাকার বস্তুটি বিস্ফোরক নয়।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সৈকতে ১.৫ মিটার ব্যাসের গোলাকার বস্তুটি ভেসে আসার পর থেকে এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল, এটি একটি খনি। কিন্তু ভয় দূর করতে এক্স-রে প্রযুক্তি ব্যবহার করা হয় এর ভিতরে দেখতে। নিশ্চিত হয় যায় বস্তুর ভেতরটা ফাঁপা।

এটি চীন বা উত্তর কোরিয়ার নজরদারি চালানোর কোনো যন্ত্র— এমন ইঙ্গিতও পাওয়া যায়নি।

জাপানি সংবাদমাধ্যম আসাহি টিভি জানিয়েছে, গত সপ্তাহে সমুদ্র সৈকতে হাঁটার সময় এক নারী গোলাকার বস্তুটি দেখেছিলেন। এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশ বর্তমানে অদ্ভুত কমলা-বাদামী গোলাকার বল নিয়ে তদন্ত করছে।

নিরাপত্তার স্বার্থে ওই স্থানে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তখন বিস্ফোরক বিশেষজ্ঞদের জানানো হয়। তারা এসে পরীক্ষা করে দেখেছে। তবে তারা এখনও বুঝতে পারে না এটি আসলে কী বা এটি সমুদ্র সৈকতে কোথায় ভেসে গেছে।

বস্তুটির ছবি আরও পরীক্ষার জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কোস্টগার্ডে পাঠানো হয়েছে।

যাইহোক, এলাকার একজন স্থানীয় ব্যক্তি এনএইসকে বলেছেন যে পুলিশ কেন হঠাৎ এই বস্তুটি নিয়ে সক্রিয় হয়ে উঠল তা তিনি বুঝতে পারছেন না। কারণ বস্তুটি গত এক মাস ধরে ওই স্থানে রয়েছে। তিনি আরও বলেন, তিনি এটিকে কয়েকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তা সরেনি।

এদিকে ইতিমধ্যেই অজানা এই বস্তুটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, এটি একটি ড্রাগন বল। আবার কেউ কেউ বলছেন, এটি আকাশ থেকে পড়া কোনো ইউএফও হতে পারে। তবে বাস্তবে এটি আসলে কি হতে পারে, তা এখনো জানা সম্ভব হয়নি।

A mysterious metal ball spotted on a beach in Hamamatsu City this week prompted local police to scramble the bomb squad. A careful examination revealed it is not a threat — but shed no light on what it actually is. pic.twitter.com/ytClWsP0bw

— NHK WORLD News (@NHKWORLD_News) February 21, 2023

Related Articles

Back to top button