দৈনিক খবর

হিরো আলমের জন্য আমার কোনো সমবেদনা নেই: জ্যোতি

সদ্য সমাপ্ত বগুড়ার দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হয়ে আবারো আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বগুড়ার আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।

তাকে নিয়ে সর্বত্র আলোচনা চলছে। রাজনীতিবিদ থেকে শুরু বিনোদন জগতের তারকাও বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে হিরো আলমকে নিয়ে। তবে ‘হিরো আলম’কে কোনো শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি।

অভিনেত্রী হিরো আলম প্রসঙ্গে বলেন, যেহেতু তাকে (হিরো আলম) কোনো শিল্পী মনে করি না, তাই তাকে নিয়ে কিছু বলারও নেই। তার উত্থানের পেছনে আমাদের চারপাশের মানুষ দায়ী। উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন,

আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি। কিন্তু উনি গান করছেন, কবিতা পড়ছেন, অভিনয়সহ আরও কী কী করছেন উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।

সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে আশরাফুল আলমের। তাহলে তিনি কেন শিল্পী নন- জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, সেন্সর দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানি না হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।

‘যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-সঙ্গে কাজ করে থাকে তাহলে হয় তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই’।

Related Articles

Back to top button