দৈনিক খবর

সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির চারপাশ ঘেরাও পুলিশের, যে কোনো সময় গ্রেপ্তার

বিগত বেশ কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিপিআই পার্টির চেয়ারম্যান ইমরান খান। আর এরই মধ্যে এবার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়ির চারদিক ঘিরে রেখেছে ইসলামাবাদ পুলিশ। এরই জের ধরে আজ রোববার সকাল থেকেই যেন কাঁপছে লাহোরসহ গোটা পাকিস্তান।

গত ২৮ ফেব্রুয়ারি তোশাখানা মামলায় তাকে জামিন না দিয়ে অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ঘটনায় পিটিআই দলের কর্মীরা জামান পার্কে জড়ো হন। যাতে তাদের নেতাকে গ্রেফতার করা না যায়। এ সময় হাজার হাজার ইমরান সমর্থক স্লোগান দিচ্ছেন, আগে আমাদের ধর। এরপর নেতার কথা ভাব।

জামান পার্কে ইসলামাবাদের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, তোশাখানা মামলায় আদালতে হাজির না হওয়ায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর তাই আমরা তাকে গ্রেফতার করতে এসেছি।

ওই কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে আসেন। লাহোর পুলিশ তাদের সহায়তা করছে।

একই সঙ্গে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ির বাইরেও কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। আর এরই ধারাবাহিকতায় স্পষ্ট হচ্ছে- খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন ইমরান খান।

Related Articles

Back to top button