দৈনিক খবর

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান মেসির

তুরস্ক ও সিরিয়ায় ভ;য়াব;হ ভূ;মিক;ম্পে বি;পর্য;স্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ইতোমধ্যে মৃ;তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ হাজার। তবে জাতিসংঘের তথ্যমতে, ভূমিকম্পের ভ;য়া;বহ;তার মাত্রা আরও বেশি।

তাই উদ্ধার কাজ শেষ হলে মৃ’তের সংখ্যা হতে পারে দ্বিগুণ। কঠিন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তুরস্ক-সিরিয়া। বিশের বিভিন্ন প্রান্ত থেকে তাই সাহায্য সহযোগিতার হাত বাড়ানো হচ্ছে।

অনেকেই বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাড়াচ্ছেন। ব্যক্তিগত পর্যায়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেক তারকা। ভূমিকম্পের পরপরই সেই তালিকায় যুক্ত হয়েছিলেন মেসি।

এবার দেশ-বিদেশের মানুষকে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দিয়েছে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

পোস্টে মেসি লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ায় বি;ধ্বং;সী ভূ;মিক;ম্পে ক্ষ;তিগ্র;স্ত হাজারো শিশু ও তাদের পরিবার খুবই বাজেভাবে দিনাতিপাত করছে। তাদের প্রতি আমার সহানুভূতি। ইউনিসেফ শুরু থেকেই শিশুদের সুরক্ষায় এসব এলাকায় (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত) কাজ করছে। আপনাদের সহায়তা খুবই মূল্যবান!’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করে আসছেন ৩৫ বছর বয়সী মেসি। তাই মেসি তার অনুসারীদের উদ্দেশ্যে সংস্থাটির কাছে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন। এর আগে ভূমিকম্প ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন জার্মান তারকা ফুটবলার মেসাত ওজিল।

Related Articles

Back to top button