দৈনিক খবর

সরস্বতী পূজা দেখতে জগন্নাথ হলে সৌম্য-প্রিয়ন্তি

গত মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৫ বলে ৬ চার ২ ছ্ক্কায় ৫৭ রান করেছিলেন। দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা সৌম্য যেন জানান দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ব্যাট হাতে সর্বশেষ বিপিএল ম্যাচে দারুণ ফিফটি করেছেন, দলও জয় পেয়েছে। সৌম্য সরকার তাই এখন ফুরফুরে মেজাজে আছেন। আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা দেখতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান সৌম্য সরকার। সঙ্গে ছিলেন স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা।

প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যা দেবীর বন্দনা করা হয়। প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকে।

জগন্নাথ হলের পূজা দেখতে তো সকাল থেকেই শুরু হয় ভিড়। আজ সৌম্য-পূজা দম্পতিকে দেখে ভিড় আরো বেড়ে গিয়েছিল। অনেক ভক্তের সেলফির আবদার মেটাতে হয়েছে সৌম্যকে। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি সৌম্য-প্রিয়ন্তি গাঁটছড়া বেঁধেছিলেন। এই তারকা ক্রিকেটারের বিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছিল।

Related Articles

Back to top button