দৈনিক খবর

দ্বিতীয় স্বামীর সহায়তায় তৃতীয় স্বামীকে হত্যা করে হাবিবা

ঢাকার কেরানীগঞ্জ থেকে আসলাম উদ্দিন নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী উম্মে হাবিবা কনাকে (৩৪) যশোরের অভয়নগর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে অভয়নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। বেলা সাড়ে ১১টায় র‌্যাব যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৬ যশোরের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান জানান, ২০২০ সালের ৫ জুলাই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জানা যায় ওই ব্যক্তি যশোরের চৌগাছার আসলাম উদ্দীন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এরপর থেকে র‌্যাব এ মামলার ছায়া তদন্ত করে আসছিল। তদন্তে হত্যাকাণ্ডে তার স্ত্রী জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে আসলামের স্ত্রী উম্মে হাবীবা কণা যশোরের অভয়নগর গিয়ে আত্মগোপনে রয়েছেন। এরপর বুধবার তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকের পর কণা তার স্বামীকে হত্যার বিষয়টি কথা করেছেন। টাকা পয়সা আত্মসাতের জন্য কণা একাধিক বিয়ে করেন। আসলাম তার তৃতীয় স্বামী। টাকা পয়সা আত্মসাতের পর দ্বিতীয় স্বামীর সহযোগিতায় আসলামকে হত্যা করে লাশ বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হয়।

Related Articles

Back to top button