দৈনিক খবর

৩৫ হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমানে ঘটে গেলো অনাকাঙ্খিত ঘটনা, তোলপাড় বিশ্ব মিডিয়া

বিমান যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে মাঝেমধ্যে এই বিমান চলাচল নিয়ে ঘটে থাকে এমন সব ঘটনা যা বিশ্বাস করা হয়ে যায় কষ্টকর। সম্প্রতি এমন একটি ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বিশ্ব মিডিয়াতে। জানা গেছে জাপান থেকে দুবাই যাওয়ার ফ্লাইটে সন্তান প্রসব করেছেন এক নারী। তখন বিমানটি ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী ফ্লাইট ইকে৩১৯-এ এ ঘটনা ঘটে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে যে ওই দিন টোকিও নারিতা থেকে দুবাই যাওয়ার ফ্লাইটে একজন মহিলা সন্তান প্রসব করেছিলেন। এ সময় যাত্রীকে সহায়তা করেন ক্রুরা। তারপর ফ্লাইট যথাসময়ে দুবাই পৌঁছে। যাত্রী ও শিশুর অবস্থা স্থিতিশীল। দুবাই পৌঁছে মা ও শিশুর চিকিৎসা করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত,এ দিকে ওই ঘটনার বর্ণনা দেয় সেখানে থাকা অন্যসব যাত্রীরা। তারা জানায়, ওই নারীর প্রসব বেদনা শুরু হলে ক্রুরা দ্রুত সাড়া দেন ও সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেন।

Related Articles

Back to top button