দৈনিক খবর

লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে ৮ ইলিশ!

লক্ষ্মীপুরের কমলনগরের একটি পুকুরে মাছ ধরার সময় ৮টি ছোট আকারের ইলিশ মাছ জালে ধরা পড়ে। একেকটি ইলিশের ওজন প্রায় ১৫০ থেকে ২০০ গ্রাম। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাকসুদুর রহমান মানিক নামের এক ব্যক্তি দুই সহযোগীকে নিয়ে তার বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ শিকারে নামেন। কয়েকবার পুকুরে জাল ফেলার পর মোট ৮ টি জাটকা ইলিশ উঠে আসে। ইলিশগুলো ধরার পর দীর্ঘ সময় জীবিত ছিল। তাৎক্ষণিক মানিক তার ফেসবুক আইডিতে লাইভে এসে ইলিশের ভিডিও ছড়িয়ে দেন। ভিডিওতে ইলিশ মাছগুলোকে লাফাতে দেখা গেছে। মানিক জানান, একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রামের মতো। সেগুলো তিনি রান্নার জন্য নিয়ে গেছেন। তবে কিভাবে মাছগুলো কিভাবে এলো তা বলতে পারেন নি স্থানীয়রা।

এলাকার অনেকেই ধারণা করছেন,যেহেতু পুকুরটি নদীর কাছেই। জোয়ারের পানির সঙ্গে হয়তো ইলিশের পোনা পুকুরে ঢুকে পড়েছে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে। কমলনগর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সময় নদীর তীরবর্তী প্রায় সবগুলো পুকুর তলিয়ে গেছে। তখন হয়তো জোয়ারের পানির সাথে মাছগুলো ঢুকে পড়েছে।

Related Articles

Back to top button