দৈনিক খবর

একই মঞ্চে মুখোমুখি হিরো আলম ও শিক্ষক এম মুখলেছুর রহমান

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ওই গ্রামে শিক্ষক এম মুখলেছুর রহমানের বাড়িতে পৌঁছান আশরাফুল আলম ওরফে হিরো আলম। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে উপহারের ঘোষণা দেওয়া শিক্ষকের বাড়িতে একই মঞ্চে বসে আছেন শিক্ষক এম মুখলেছুর রহমান ও হিরো আলম।

হিরো আলম জানান, ‘শিক্ষক এম মুখলেছুর রহমান আমাকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলেন। সে অনুযায়ী আমি তার বাড়িতে এসেছি, দেখি এখন কি করেন তিনি।’

উল্লেখ্য, বগুড়া ৬ ও ৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনের আগে গত ৩১ জানুয়ারি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল এম মুখলেছুর রহমান তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি লাইভে বলেন, হিরো আলম এক সময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন।

এদিকে আরেকটি ভিডিওতে মুখলেছুর তার বাড়িতে গিয়ে উপহারটি নেওয়ার জন্য হিরো আলমকে অনুরোধ জানান। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রথমে হিরো আলম শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেননি। কয়েকদিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ফের লাইভ করেন তিনি। এরপর যোগাযোগ করেন হিরো আলম।

Related Articles

Back to top button