দৈনিক খবর

সুখবর দিলেন অভিনেত্রী তারিন

শততম নাটকটির নাম ‘ক্যা নসার পার্টনার’। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নব্বইয়ের দশক থেকে টেলিভিশনের পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী তারিন জাহান। একটি-দুটি নয়, নির্মাতা চয়নিকা চৌধুরীর এক শ নাটকে কাজ করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

মিথিলা মাসুমার গল্প থেকে এটি লিখেছেন শফিকুর রহমান। পরিচালক-অভিনয়শিল্পীর এই জুটির বিষয়ে তারিন বলেন, কীভাবে যে সংখ্যাটা এক শ হয়ে গেছে আমরা নিজেও জানতাম না। যখন শুটিংয়ে যাওয়ার পর বৌদি (চয়নিকা চৌধুরী) বলেন- ‘এটা আমাদের এক শ তম সিঙ্গেল নাটক’। এই সংখ্যাটা সিঙ্গেল নাটকের। আমাদের ধারাবাহিক নাটক রয়েছে, টেলিফিল্ম রয়েছে সেগুলো হিসাব ছাড়া। বিষয়টিকে সারপ্রাইজ বলব না, চমৎকার একটি অভিজ্ঞতা।

একজন পরিচালক-শিল্পীর মধ্যে সুসম্পর্ক থাকলেই এমন মাইলফলক ছোঁয়া সম্ভব বলেই মত তারিনের। তিনি বলেন, এটা সম্ভব হয় পরিচালক-শিল্পীর মধ্যে যখন সুসম্পর্ক, বোঝাপড়া, শ্রদ্ধাবোধ কিংবা কাজের প্রতি বিশ্বাস থাকে।

নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তিনি যখনই কোন সুন্দর গল্প, চরিত্রের স্ক্রিপ্ট হাতে এসেছে সব সময় আমাকে কাস্ট করেছে। আমার সঙ্গে অনেক গল্প দেখা গেছে শেয়ার করেছেন, কাজ করা হয়নি। বলেছি, বৌদি অন্য কাউকে নিয়ে কাজ করো, আমিও অন্য নির্মাতার কাজ করি। কিন্তু ঘুরে ফিরে আমরা কাজ করেছি। আমি মনে করি, ওই বিশ্বাসটুকু ছিল আমাদের মধ্যে এ জন্যই এতোগুলো কাজ একসঙ্গে হয়েছে।

তবে সবচেয়ে বড় সার্পোট দর্শকদের। এমন মন্তব্য করে তারিন বলেন, আমার দর্শকরা সাপোর্ট না করলে, ভালোবাসা না দিলে কোন শিল্পীর পক্ষেই এতো কাজ করা সম্ভব না।

বর্তমান ব্যস্ততা নিয়ে দর্শকপ্রিয় এই অভিনেত্রী বলেন, গ্লোবাল টিভিতে একটি ডেইলিসোপ চলছে ‘নির্দোষ’। যেটি রবিবার থেকে বুধবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয়। সম্প্রিত কাস্টমস দিবস উপলক্ষে প্রচার হয়েছে ‘স্বর্ণমানব ৫’। এস এ হক অলিকের নির্দেশনায় এই নাটকের মাধ্যমে প্রথমবার কাস্টমস অফিসার চরিত্রে অভিনয় করি। এর আগে ‘সাহসিকা’য় পুলিশের চরিত্র করেছি। এছাড়া মঙ্গলবার (৩১ জানুয়ারি) দীপ্ত প্লেতে ‘সাহসিক টু’ প্রচার হবে।

এসময় ভক্তদের সুখবর দেন তারিন। জানান শিগগরিই একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তারিন। তিনি বলেন, সামনে একটি সিনেমায় কাজ করবো। সেটি নিয়ে প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button