দৈনিক খবর

বিয়ের ২৮ দিনে স্ত্রীকে খুন করে থানায় হাজির স্বামী

মাত্র ২৮ দিন আগে মনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে হয় সুমাইয়া আক্তার হাসির (২৭)। তবে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পরে একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। কিন্তু এরই মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। ওই কলহের জেরে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে হাসিকে গলা টিপে হত্যা করে মরদেহ ওয়্যারড্রপের রেখে দেন স্বামী। এরপর থানায় নিজেই হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানান মনোয়ার।

জানা যায়, দিনাজপুর শহরের ছোট গুড়গোলা এলাকার মৃত শেখ আব্দুল মজিদের ছেলে মনোয়ার হোসেনের সাথে ২০ জানুয়ারি বিয়ে হয় বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়া এলাকার আব্দুল খালেকের কন্যা সুমাইয়া আক্তার হাসির। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তারা দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানেই হাসিকে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রপে রেখে দেয় মনোয়ার।

পরবর্তীতে আসামির তথ্যের ভিত্তিতে পুলিশ ওয়ারড্রপ থেকে মরদেহ উদ্ধার করেন। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, শুক্রবার রাত ১০টার পরে থানার ওসির কাছে স্ত্রীকে হত্যার কথা বলেন মনোয়ার হোসেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, একমাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। সর্বশেষ শুক্রবার উভয়ের মাঝে বাক বিতন্ডা হলে এক পর্যায়ে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রপে রেখে থানায় এসে আত্মসমর্পণ করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় মৃত সুমাইয়া আক্তারের ভাই ইসহাক আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটক মনোয়ার হোসেনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তবে এই হত্যাকান্ডের পিছনে আর কোন কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Related Articles

Back to top button