দৈনিক খবর

ইসরাইলের কারো সাথে আমার মিটিং হয় নাই: ভিপি নুর

অবশেষে মধ্যপ্রাচ্য সফর ও ওমরা পালন শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সফরের সময় ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে তার সাক্ষাত নিয়ে একটা গুঞ্জন ওঠে। দেশে ফিরে ওই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন নুর।

তিনি জানিয়েছেন, ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদি কিংবা তাদের অন্য কারো সঙ্গে কোনো মিটিং হয়নি। আজ বুধবার ১১ জানুয়ারি দেশে ফিরে নিজ দলীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

গণমাধ্যমকর্মীদের নুরুল হক নুর বলেন, আমাদের দলীয় নেতা-কর্মীদের মধ্যদিয়ে আমার বক্তব্য পরিষ্কার করেছি। বাংলাদেশের সাথে ইসরাইলের কোন কূটনৈতিক সম্পর্ক নাই। আমার সাথে মেন্দি এন সাফাদির কিংবা ইসরাইলের কোন গোয়েন্দা সংস্থার কারো সাথে মিটিং হয় নাই। বরং আপনাদের প্রশ্ন করা উচিত বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসি ইসরাইল থেকে যে গোয়েন্দা নজরদারি ডিভাইস কিনেছে সেটি তারা কিভাবে করেছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে আমি যেন দেশে আসতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল। তারা এই ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত ও তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে তারা প্ররোচনা চালিয়েছে।

Related Articles

Back to top button