দৈনিক খবর

বিনোদন জগতে আবারো শোকের ছায়া, মারা গেলেন বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী

গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩ তার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন বরেণ্য সংগীত পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহান নান্টু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে নাট্যপরিচালক সাগর জাহান।

তিনি জানান, আনোয়ার জাহান নান্টু বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন।

তার মৃত্যুতে পরিবার ও শিল্পী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর মগবাজার বড় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

গুণী এই শিল্পীর অসংখ্য গান আজও শ্রোতাদের মনে বেঁচে আছে। তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি, প্রেমের সমাধি ভেঙে, চোখের জলে আমি ভেসে চলেছিসহ অনেক জনপ্রিয় গানের সঙ্গীত পরিচালক ছিলেন তিনি।

বিনোদন জগতে পা রাখার পর বেশি সময় লাগেনি কোটি ভক্তে মনে জায়গা করে নিতে। আর তাই তার মৃত্যুর খবরে শোকের ছায়া বইছে ভক্তদের মাঝেও।

Related Articles

Back to top button