Countrywideদৈনিক খবর

বড় ধরনের সুখবর পেলেন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা

বঙ্গবাজারে ভ”য়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার জন্য ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা চেয়েছেন। কয়েক হাজার ব্যবসায়ী নি:স্ব হয়েছেন এই অগ্নিকান্ডের কারণে। এদিকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে জানা গেছে। এই ঘটনায় এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন এ ঘোষণা দেন। এ সময় তিনি দেশের সকল ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীরা পাশে থাকলে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

এফবিসিসিআই সভাপতি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। রোজার মাসে সবচেয়ে বেশি ব্যবসা করেন এখানকার ব্যবসায়ীরা।

তিনি বলেন, বাজারের স্থায়ী সমাধান দরকার। আমি দোকান মালিক সমিতিকে এর ব্যবস্থা করার জন্য আহ্বান জানাব। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। কিন্তু তার আগেই আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন বঙ্গবাজারের হাজার হাজার ব্যবসায়ী।

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে ২০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, এমনটাই দাবি করেছেন সেখানকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এদিকে বেশ কয়েকটি সংস্থা ব্যবসায়ীদের পাশে এসে দাঁড়িয়েছেন। এদিকে মার্কেটের স্থানটি পরিষ্কার করার কাজ গতি নিয়ে এগিয়ে যাচ্ছে।

Related Articles

Back to top button