দৈনিক খবর

আমি হৃদ্‌রোগে আক্রান্ত হলে বা আমার মৃত্যু হলে এই ঘটনা দায়ী: সালমান শাহর মা

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটির জন্য নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর পরিবার।

বিষয়টি নিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী একটি গণমাধ্যমকে জানান, ‘পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেওয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে, এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।’

তিনি আরও বলেন, ‘সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তারা ক্ষমা চাক। সংবাদ সম্মেলন করে বলুক, এটা সালমান শাহর কাহিনি নয়।’

নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে আছেন। সালমানকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের খবরটি শুনে তিনি খুবই বিস্মিত হয়েছেন। পাশাপাশি অসুস্থ হয়ে পড়েছেন প্রয়াত নায়কের মা। তার ভাষ্যমতে, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসা চলছে। আমি হৃদ্‌রোগে আক্রান্ত হলে বা আমার মৃত্যু হলে এই ঘটনা দায়ী থাকবে। নীলা চৌধুরী যোগ করেন, ‘ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না।’

Related Articles

Back to top button