দৈনিক খবর

দুবাইয়ের ৩ দর্শনীয় স্থানে প্রবেশের সুযোগ দেবে এমিরেটস

যাত্রীদের দুবাইয়ের ৩টি জনপ্রিয় দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেবে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন এমিরেটস। যে যাত্রীরা দুবাই ভ্রমণের বা স্টপওভারের জন্য এমিরেটস রিটার্ন টিকিট কিনবেন তারা এ সুযোগ পাবেন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

এমিরেটস জানিয়েছে, ‘অ্যাট দা টপ, বুর্জ খলিফা’, ‘দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াক এক্সপেরিয়েন্স’ এবং ৪৫ মিনিটব্যাপী ‘ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুর’ এ কোন প্রবেশ ফি দিতে হবে না যাত্রীদের। ১৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি মধ্যে টিকিট কিনলে এ সুবিধা পাওয়া যাবে। তবে যাত্রীদের ১৮ জানুয়ারি থেকে ৩১ মার্চ এর মধ্যে দুবাই ভ্রমণ করতে হবে।

অ্যাট দা টপ, বুর্জ খলিফায় বিশ্বের সর্বোচ্চ অট্টালিকার ১২৫তম লেভেল থেকে দুবাইয়ের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনের পাশাপাশি সুস্বাদু পেস্ট্রি এবং কফি উপভোগ করার সুযোগ পাবেন এমিরেটসের যাত্রীরা।

দুবাই ফাউন্টেইন বোর্ডওয়াকের অধীনে ৯০০ ফুটের অধিক দীর্ঘ একটি ভাসমান গ্ল্যাটফর্ম থেকে বুর্জ খলিফার দৃষ্টিনন্দন ওয়াটার, মিউজিক, ও লাইট স্পেকটেকল দেখার সুযোগ দেওয়া হবে যাত্রীদের।

ইয়েলো বোটস আটলান্টিস ব্লাস্ট ট্যুরে একজন অভিজ্ঞ গাইডের সাহায্যে ৪৫ মিনিটব্যাপী একটি ট্যুর অনুষ্ঠিত হবে। দুবাই মেরিনা থেকে পাম জুমেরা পর্যন্ত আটলান্টিস দি পাম সংলগ্ন এলাকায় পর্যটকরা মনোভিরাম দৃশ্য অবলোকন করার সাথে সাথে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন অজানা তথ্য জানার সুযোগ পাবেন ।

Related Articles

Back to top button