দৈনিক খবর

আজ ফের মুক্তি পাচ্ছে সালমান-শাবনূর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আমার’

আজ ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘তুমি আমার’। ২৯ বছর পর ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত জুটির প্রথম চলচ্চিত্র ‘তুমি আমার’।

গত বুধবার (৮ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এ খবর জানান সিনেমার কাহিনিকার আবদুল্লাহ জহির বাবু। প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এর গল্প ও সংলাপ লিখেছেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।

ঢাকাই সিনেমার নন্দিত জুটি সালমান-শাবনূর। অমর নায়ক সালমান শাহের অল্প সময়ে ক্যারিয়ারে শাবনূরের সঙ্গে জুটি হয়ে উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা। তারমধ্যে ‘তুমি আমার’ সিনেমাটি অন্যতম। এটি মুক্তি পায় ১৯৯৪ সালের কোরবানির ঈদে। সিনেমার পাশাপাশি এর প্রতিটি গানই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়।

এই চিত্রনাট্যকার বলেন, ‘আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি “তুমি আমার” আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করে। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি “তুমি আমার”। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি।’

‘তুমি আমার’ সিনেমায় সালমান-শাবনূরের পাশাপাশি আরও অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী, মেঘলাসহ অনেকে।

Related Articles

Back to top button