দৈনিক খবর

জুতার উপর আগুন ধরে মিশা বলেন, ‘ও মাই গড’

ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। আট শতাধিক সিনেমায় অভিনয় করে ইতোমধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

তার সময়ের অনেক নায়ক-খল নায়ক আজ চলচ্চিত্রে নেই। কিন্তু মিশা সওদাগর এখনও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পরপর দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে সিনেমার শুটিংয়ের পাশাপাশি বিভিন্ন কোম্পানির শো-রুম উদ্বোধনেও নিয়মিত দেখা যায় এই দাপুটে খল অভিনেতাকে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ঝিগাতলায় পাপ্পু লেদার ক্রাফট এর শো-রুম উদ্বোধন করেন। এসময় তিনি আগুন জ্বালিয়ে জুতার চামড়া পরখ করে দেখেন। জুতার উপর আগুন ধরে মিশা সওদাগর বলেন, ‘ও মাই গড ইটস রিয়েল।’

এসময় তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্য করে বলেন, ‘লোকাল ব্র্যান্ডই একদিন গ্লোবালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে যাবে। যেমন সাকিব আল হাসান একসময় লোকাল খেলতেন আজকে তার কোয়ালিটি দিয়ে ইন্টারন্যাশনালই খেলছেন।

আমি আশা করবো, লোকাল এই ব্র্যান্ডটা ক্রিয়েটিভিটি দিয়ে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হবে। চামড়া আমাদের ঐতিহ্যবাহী শিল্প। পাপ্পু তার মানসম্পন্ন প্রোডাক্ট দিয়ে এই শিল্পকে সমৃদ্ধ করুক। ওর সফলকতা কামনা করছি।’

জুতার প্রতি রয়েছে এই অভিনেতার ফেসিনেশন। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আসলে জুতার প্রতি আমার হেভি ফেসিনেশন। জুতা বলি আর কেডস বলি, সবসময় মন চায় ব্র্যান্ডেড পরার জন্য। আর ভিলেনদের জুতার দিকে দৃষ্টি বেশি যায়। একটাই কথাই বলবো দেশকে ভালোবাসুন, দেশপ্রেমিক হন।

আমাদের দেশের কোনো ব্র্যান্ড যদি মোটামুটিও ভালো হয় সেটাকে সাপোর্ট করা উচিত।’ মিশা সওদাগরের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সেসব কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

Related Articles

Back to top button