দৈনিক খবর

ভারত বিশ্বকাপে আমাদের সেমি ফাইনালে যাওয়া উচিত: পাপন

এবার চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আর এবারের আসর বসতে যাচ্ছে ভারতে। যে কারণে বাংলাদেশ দলের জন্য একটু বাড়তি সুবিধাই থাকছে। কেননা এশিয়ার দেশ হওয়ায় ভারতের কন্ডিশন অনেকটাই পরিচিত টাইগার ক্রিকেটারদের জন্য। যে কারণে বাংলাদেশকে বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি বস। সেখানে বিশ্বকাপ প্রসঙ্গে পাপন বলেন, ‘আসলে এক্সপেক্টেশন তো সবসময় অনেক বেশি থাকে, কিন্তু লাভ তো হয় না। এখন পর্যন্ত যে ধরণের আশা আমাদের ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। অবশ্য টি-টোয়েন্টিতে আমরা অনেক দুর্বল। যেহেতু ওয়ানডেতে অন্যান্য দুটো ফরম্যাট থেকে ভালো খেলে আসছি বা ভালো পরফর্ম করে আসছি। যে কারণে আমাদের চাওয়া পাওয়া একটু বেশিই থাকে।’

তিনি বলেন, ‘বড় কথা হচ্ছে এই সাবকন্টিনেন্টে খেলা। এটাও একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। যেহেতু বিশ্বকাপ আমাদের সাব কন্টিনেন্ট অর্থাৎ ভারতে। কাজেই আমাদের দেশের সঙ্গে খুব একটা আহামরি পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু তো পার্থক্য থাকতেই পারে, যেহেতু একেকটা উইকেট বা স্টেডিয়াম একেক রকম।’

এ সময় বিশ্বকাপে বাংলাদেশ দল কোথায় যাবে এ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে পাপন বলেন, ‘তারপরও ওভারঅল যদি বলেন আমার মনে হয় সাব কন্টিনেন্টে যেহেতু আমাদের দেশের মতোই উইকেট হবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সেহেতু ভালো করার সুযোগ আমাদের অনেক বেশি।’

সেক্ষেত্রে বিশ্বকাপে আশা কেমন থাকছে এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এটা আসলে বলা খুব মুশকিল। তবে আমার ধারণা আমাদের সেমি-ফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত যে আমরা সেমিফাইনালে খেলব। তারপর পরবর্তী স্টেপ।’

Related Articles

Back to top button