দৈনিক খবর

বাংলাদেশে ‘পাঠান’ সিনেমার মুক্তি নিয়ে অসন্তোষ হিরো আলম, যা বললেন তিনি

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে এক হাজার ২৫০ কোটি টাকা ব্যবসা করেছে। বলিউড কিং খান শাহরুখ খান অভিনিত ‘পাঠান’ সিনেমা মুক্তির ৪ সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। সিনেমাটি একের পর এক ভাঙছে রেকর্ড।

শোনা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমাটি। বাংলাদেশেও ‘পাঠান’ মুক্তি দেয়া নিয়ে চলছে তোড়জোর, হচ্ছে নানা আলাপ। কেউ কেউ বেঁকে বসেছেন, কেউ আবার সিনেমাটি মুক্তি দিতে সাগ্রহে বসে আছেন। তবে ঠিক কবে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সে বিষয়ে নিশ্চিত করে জানানো হয়নি এখনো।

এসবের মধ্যেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে কথা বললেন সময়ের আলোচিত মুখ হিরো আলম। তিনি বলেছেন, ‘বিষয়টা আমার কাছে লজ্জাজনক। ভাষার মাসে পাঠান সিনেমা রিলিজ করা উচিত না। আমি মিডিয়ার লোক হলেও বলব, পাঠান ছবি ভাষার মাসে রিলিজ দেয়ার পক্ষে নই।’

গত মঙ্গলবার হিরো আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হিরো আলম আরো বলেন, ‘এখন মনে হয় না আগের মতো চেতনাটা আছে। এর আগে বগুড়াতে ফুল দিয়েছি। আজ আমি প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে এলাম। এখানে আসার পরে আমি দেখলাম ফুল দেয়া না, মনে হয় ফটোশেসন হচ্ছে। এখানে যে গ্রুপ আসছে তারা ফুল দেয়া না, আসছে সেলফি তুলতে। লোক দেখানো ফুল দেয়া হচ্ছে। এগুলোকে ফুল দেয়া বলে না, শহীদদের শ্রদ্ধা জানানো বলে না।’

Related Articles

Back to top button