দৈনিক খবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মেসির জার্সি নিলামে

এখন সময়ের সঙ্গে বাড়ছে তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা। এমন বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে এই দুটি দেশ। সহায়তাই ইতোমধ্যেই হাত বাড়িয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশের ক্রীড়াজগতের তারকারাও এমন দুর্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবার সেই তালিকায় যোগ হলো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নাম।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এবার নিলামে উঠতে যাচ্ছে লিওনেল মেসির পিএসজির জার্সি। তবে মেসি নিজে নয়, মেরি ডেমিরাল নামে এক ভক্ত মেসির অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিষয়ে টুইটারে এক বার্তায় ডেমিরাল বলেন, ‘আমি এই জার্সি নিলামে তোলার বিষয়ে মেসির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জার্সি নিলামে তোলার অনুমতি দিয়েছেন। শুধু তাই নয় মেসি তুরস্কে ভূমিকম্পের ঘটনায় সমবেদনা জানিয়েছেন। এই জার্সি থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পে হতাহতদের দেওয়া হবে।’

এদিকে ডেমিরালের এমন উদ্যোগের পর আরও অনেক ফুটবলার তাদের স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জার্সিও নিলামে তুলেছিলেন এই ভক্ত। ডেমিরাল তুরস্ক ফুটবল দলের খেলোয়াড় এবং জুভেন্টাসে থাকাকালীন রোনালদোর সতীর্থ ছিলেন।

Related Articles

Back to top button