দৈনিক খবর

২০২৬ বিশ্বকাপও খেলবেন মেসি: বিশ্বাস স্কালোনির

২০২২ কাতার বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছেন। হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়ার। অনেক কিংবদন্তীর মতে কাতার বিশ্বকাপ দিয়েই নিজেকে সর্বকালের সেরা কাতারেও নিয়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ ফাইনালের আগে বলেছিলেন, এটিই বিশ্বকাপে শেষ ম্যাচ। অনেকে ভেবেছিলেন, অবসর নিয়ে নেবেন মেসি।

এক জীবনে ফুটবল থেকে আর কিছু চাওয়ার নেই তাঁর। তবে ভক্তদের নিরাশ করে এখনও অবসরের কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন অধিনায়ক। ফলে জাতীয় দলের জার্সি গায়ে এই ক্ষুদে বাম পায়ের জাদুকরকে দেখা যাবে এখনও। এরই মধ্যে শুরু হয় নতুন জল্পনা, মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন?

সেই জল্পনায় এবার নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। মেসির বয়স ৩৫। ২০২৬ বিশ্বকাপে হবে ৩৯। একটু বাড়াবাড়ি হলেও, ভক্তরা চান সেই বিশ্বকাপেও খেলুক তাদের প্রিয় তারকা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনির চাওয়া মিলে যায় সবার সঙ্গে।

তিনিও চান, মেসি খেলুক পরের আসরে। তবে তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। রেডিও ক্যালভিনাকে স্কলোনি বলেছেন, ‘আমরা চাই সে খেলুক। তা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করছে। সে কী চায়, তার শরীর কতটা দেবে, এসব গুরুত্বপূর্ণ। তবে তার জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে। এই মূহুর্তে সে খেলাটা উপভোগ করছে, আমরা এতে খুব খুশি।’

এদিকে মেসিকে নিয়ে আগ বাড়িয়ে কোনো কথা বলা কঠিন। মাঠের খেলায় কখন কী করেন, তা কেউ জানে না। বিশ্বকাপ পেয়েছেন, হয়েছেন সর্বকালের সেরা। পরের বিশ্বকাপ আসতে আরও চার বছর। তার আগে স্কলোনির মতো সবাই নিশ্চয়ই মেসির খেলা দেখে বর্তমান নিয়ে খুশি থাকতে চাইবে।

Related Articles

Back to top button