দৈনিক খবর

রোজায় এক মহৎ কাজের উদ্যোগ নিলেন অ্যানি খান, সকলের নিকট রাখলেন অনুরোধ

ইসলাম ধর্মের সকল ধরনের বিধিনিষেধ মানতে অভিনয় জগতকে চিরদিনের মতো বিদায় জানিয়েছেন একসময়কার জনপ্রিয় অভিনেত্রী এ্যানি খান। এবার তিনি একটি বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছেন আসন্ন রমজান ঘিরে এবং তিনি বিষয়টি নিয়ে ইতিমধ্যে ঘোষনাও দিয়েছেন, সেই সাথে তিনি সকলকে এই ধরনের মহৎ কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, তিনি রোজায় প্রতিদিন ১০ জন গরিব-দুঃখীকে ইফতার করাবেন। যে কেউ চাইলে এই উদ্যোগে যোগ দিতে পারেন।

শনিবার এ্যানি খান তার ভেরিফাইড ফে”সবুক পেজে লিখেছেন, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষের অভাবে প্রতিদিন ইফতার করা কঠিন হয়ে পড়ে। তাই আপনাদের সুবিধার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আসন্ন রমজান মাসে প্রথম ইফতার প্রকল্প হাতে নিয়েছি। আমার দ্বীনি বোন রান্নার দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেন, রোজা একজন মুমিনের একটি বিশেষ আমল। এই বিশেষ আমলের বিনিময়ে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন।

স্ট্যাটাসে এ্যানি খান আল্লাহর রাসূলের একটি হাদিস উদ্ধৃত করেন, হজরত যায়েদ ইবনে জুহানি (রা.) বর্ণনা করেন যে,‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)। প্রিয় বোন ও ভাইয়েরা, আসুন আসন্ন বরকতময় রমজানে আরও বেশি বেশি দান করি এবং গরিব মিসকিনদের ইফতার করিয়ে আমলনাময় সওয়াব যোগ করি। যে পুরস্কার সর্বশক্তিমান আল্লাহ নিজেই দেবেন।

এ্যানি খান আরও জানান, প্রতিদিন অন্তত ১০ জন দরিদ্র রোজাদারকে ইফতারের ব্যবস্থা করার জন্য প্রায় ৭৫ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি। আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। ইনশাআল্লাহ, এই দান সেই কঠিন দিনে মুক্তির উপায় হবে।

এ পর্যন্ত বেশ কয়েকজন অভিনেত্রী তাদের বিনোদন জগতের ক্যারিয়ার ছেড়ে তাদের ব্যক্তিগত বা আধ্যাত্মিক জীবনে ফোকাস করেছেন। কেউ কেউ তাদের সময়কে ধর্মীয় কাজে উৎসর্গ করতে বেছে নিয়েছেন এবং এর কারনেই তাদের অভিনয় পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই দিক থেকে একজন ব্যক্তির ব্যক্তিগত পছন্দ এবং সিদ্ধান্তকে সম্মান করা গুরুত্বপূর্ণ।

Related Articles

Back to top button