দৈনিক খবর

মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরলেন দেব

ভারতের পশ্চিমবঙ্গে আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে লাগাতার আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা।

এ নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা এমপি দেব ওরফে দীপক অধিকারী। জানালেন, দলমত নির্বিশেষে যেটি ভুল, সেটি ভুলই। আর সেই প্রসঙ্গে তিনি বলে গেলেন রাজনৈতিক সৌজন্যের কথাও। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সুসম্পর্কের কথা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন দেব।

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন নেতা ও অভিনেতা দেব। সেখানে রাজ্য রাজনীতির একাধিক বিষয়ে বলতে গিয়ে নিজের দলকেও ‘ছাড়’ দেননি তিনি।

রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে দেব বলেন, যাদের পাকা বাড়ি আছে, তারা অনেকে পেয়ে যাচ্ছে (সরকারি প্রকল্পের সুবিধা)। অথচ যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছেন না! এটি তো ভুল। আমার দলই হোক বা অন্য কোনো দল— যেটি ভুল সেটি ভুলই।

অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন দেব। তিনি বলেন, আমি আর মিঠুন দা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!

Related Articles

Back to top button