দৈনিক খবর

আমি শিল্পী সমিতি থেকে কিছু নিতে নয়, দিতে এসেছি : নিপুণ

সম্প্রতি দেশে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি দেওয়া ইস্যুতে শিল্পী সমিতির পক্ষে এমন শর্তের কথা জানিয়েছেন সমিতির নেতা চিত্রনায়িকা নিপুণ। বলিউডের সিনেমা আমদানির পক্ষে সম্মতি দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। কিন্তু, সমিতির পক্ষ থেকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সিনেমা হল থেকে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতির ফান্ডে।

নিপুণের এমন শর্ত দেওয়াকে রীতিমত চাঁ’দাবাজি বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তার এমন মন্তব্যের বিপরীতেই কথা বলেছেন নিপুণ। বলেছেন, এই টাকা যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতাম তাহলে সেটা চাঁদাবাজি বলতে পারতেন। টাকা থাকবে শিল্পী সমিতির ফান্ডে। আর আমি শিল্পী সমিতি থেকে কিছু নিতে আসিনি। এসেছি কিছু দিতে।

বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানিতে শনিবার দুপুরে বিএফডিসিতে জরুরি বৈঠক ডেকেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে উপস্থিত ছিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ, নায়ক রিয়াজ, ফেরদৌস ও নায়ক আলমগীরসহ অনেকে।

Related Articles

Back to top button