খেলাধুলাদৈনিক খবর

সাকিব-লিটনদের আইপিএলে খেলতে দেয়া উচিত: মাশরাফী

আগামী ৩১ তারিখ থেকেই শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে বড় আসর, আইপিএল। যেখানে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। এই পুরো টুর্নামেন্টেই তারা খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চাইলেও বিসিবি এখনো তাদের যেতে দেয়নি। তবে মাশরাফীর মতে বিনা কারণে আবেগী না হয়ে ওদের আইপিএল খেলতে যেতে দেয়া উচিত।

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের এই বিষয়ে তিনি বলেন, “হয়ত একটা টেস্ট ম্যাচের পরে খেলতে যেতে দেবে। তবে তাও যদি ম্যানেজেবল হয় ওদের খেলতে দেয়া উচিত। পৃথিবীর অন্য কোনো দেশই তো তাদের খেলোয়াড়দের আটকাচ্ছে না। শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নাই। অন্য জায়গায়ও তো খেলোয়াড় রিপ্লেস করে খেলাচ্ছি। শুধু ওদেরকেই (সাকিব-লিটন) এভাবে আটকানো তো ঠিক না।”

এদিকে সাকিব-লিটনদের আইপিএল খেলার বিষয়ে কথা বলতে গিয়ে মাশরাফী তুলে ধরেন বিশ্বের অন্যান্য দেশের কথা। যেখানে আন্তর্জাতিক সিরিজ থাকার পরও দেশের ক্রিকেটারদের ছেড়ে দেয়া হচ্ছে। তাইতো মাশরাফীর মতে দেশীয় খেলোয়াড়দেরও মনের কথা বুঝেই সিদ্ধান্ত নেয়া উচিত।

তিনি বলেন, “আয়ারল্যান্ডের বিপক্ষেই তো টেস্ট সিরিজ। আমার মনে হয় না, ওদের ছাড়া আমাদের তেমন একটা সমস্যা হবে। ওদের সাথে খোলামেলা আলাপ করা উচিত, ওরা যদি মন থেকে যেতে চায় তাহলে কেন না? পৃথিবীর সব দেশ থেকেই তো খেলোয়াড়দের পাঠানো হচ্ছে। তাই না? তাই আমার মনে হচ্ছে, ওদের সাথে আলোচনা করে, ওরা যদি যেতে চায় তাহলে ওদের যেতে দেয়া উচিত।”

Related Articles

Back to top button