দৈনিক খবর

৭২ জন আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, ১৬ লাশ উদ্ধার, ধারণা করা হচ্ছে বেঁচে নেই কেউ (ভিডিওসহ)

রেশ না কাটতেই আবারও নেপালে ঘটে গেল বড় এক বিমান দুর্ঘটনা। ভারতীয় এক সংবাদ মাধ্যমের আলোকে জানা যায়, আজ রোববার (১৫ জানুয়ারি) ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। কিন্তু উড্ডয়নের পরপরই দেশটির কাস্কি জেলার পোখারায় ভেঙে পড়ে বিমানটি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে,বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরনো বিমানবন্দর এবং নতুন পোখরা বিমানবন্দরের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার তৎপরতা শুরু হলেও কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এক টুইট বার্তায় এই ভয়াবহ দুর্ঘটনার উদ্ধারকাজে অংশ নেওয়ার জন্য সমস্ত সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে এ দুর্ঘটনার পর থেকে আপাতত বন্ধ রয়েছে পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর। তবে সঠিক কি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো জানা যায়নি।

Related Articles

Back to top button