দৈনিক খবর

ক্যা’ন্সা’রে আ’ক্রা’ন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

ম’রণ’ব্যা’ধি ক্যা’ন্সা’রে আ’ক্রা’ন্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকের ক্যা;ন্সা;র ধরা পড়ে। পরে ক্যা;ন্সা;রযুক্ত একটি টি;স্যু অপসারণ করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে।

চিকিৎসক বলেছেন, তার শরীর থেকে ক্যা;ন্সা;যুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। তার আর বাড়তি কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তিনি চ;র্মরো;গসং;ক্রান্ত ন;জরদা;রিতে থাকবেন। বিবিসি অনলাইন।

হোয়াইট হাউস বলেছে, গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

গতকাল শুক্রবার বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো এক নোটে উল্লেখ করেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষ;তিগ্র;স্ত টিস্যু অপসারণ করা হয়।

কেভিন ও’কনর বলেন, বায়োপসি করানোর পর ক্ষ;তস্থা;ন ‘ভালোভাবে সেরে উঠেছে’ এবং এ সং;ক্রা;ন্ত আর কোনো চিকিৎসার দরকার নেই তার। নোটে উল্লেখ করা হয়, স্বাস্থ্য পরীক্ষায় বাইডেনের ত্বকে ব্যাসাল সেল কারসিনোমা নামের ক্যা;ন্সা;র শনাক্ত হয়। তবে এই ধরনের ক্যা;ন্সা;র সাধারণত ছড়িয়ে পড়ে না বা মে;টা;স্টে;সিস হয় না।

Related Articles

Back to top button