দৈনিক খবর

বহুতল ভবন থেকে লাফিয়ে পড়া বিসিবি পরিচালকের স্ত্রীর সর্বশেষ অবস্থা জানালো চিকিৎসক

সম্প্রতি রাজধানীর গুলশানে ঘটে যায় একটি বড় ধরণের অগ্নিকান্ড। আর এই অগ্নিকান্ডে আহত হন বিসিবি পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সামা সিনহা।এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সামা রহমান সিনহা এখনও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন; তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো।

মঙ্গলবার সকালে নিউজ বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সামন্ত লাল বলেন, ‘সামা এখনো আইসিইউতে আছেন। তবে এখন সে আগের চেয়ে ভালো। আমাদের মেডিকেল টিম আজ তাকে পর্যবেক্ষণে রাখবে। পরিস্থিতি বুঝে তাকে বিছানায় শুইয়ে দেব।

শ্বাসযন্ত্রের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অনেকটাই কাটিয়ে উঠেছেন। অভ্যন্তরীণ রক্তপাতের ভয়ে ঘটেনি। বাকিটা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বলা হবে। সে জন্য আজকে পূর্ণ পর্যবেক্ষণে রাখা হবে।

প্রসঙ্গত, গেলো রবিরার রাতে রাজধানীর গুলশানে ঘটে এই দুর্ঘটনা। সে সময়ে ওই ভবনের ৭ম তোলা থেকে ঝাঁপিয়ে পড়েন সিনহার স্ত্রী। ঝাঁপিয়ে পরে নিজের জীবন বাঁচানোর আগে তিনি বাঁচান পরিবারের ৫ জনের জীবন। আর তখনই জানা যায় ৩৮ বছর বয়সী সামা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ইসিএম গ্রুপের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী।

Related Articles

Back to top button