দৈনিক খবর

এমবাপ্পেকে নিয়ে আমি মজা কিভাবে করলাম: প্রশ্ন মার্টিনেজের

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপের দৃশ্য সামনে আসার পর অনেকেই সমালোচনায় মেতেছিলেন আর্জেন্টইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপ জয়ের পর প্রশংসায় ভাসার পাশাপাশি হয়েছিলেন সমালোচিত। এর কারণটা অবশ্য তিনি নিজেই। ফাইনাল জয়ের পর লুসাইল স্টেডিয়ামের লকার রুমে এক মিনিট নিরবতার ঘোষণা দিয়ে গান ধরেন, ‘এমবাপ্পে মরে গেছে’।

তবে এবার ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পেকে নিয়ে মজা করার বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। মার্টিনেজ বলেন, “এমবাপ্পের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি তাকে অতিশয় সম্মান করি। আমরা যদি তাকে অথবা নেইমারকে নিয়ে গান ধরি, সেটা তারা সেরা খেলোয়াড় বলেই করি”

আর সেখানেই থেমে থাকেননি তিনি। নিজ দেশ আর্জেন্টিনায় ছাদখোলা বাসে উদযাপনের সময় একটি পুতুল হাতে দেখা যায় মার্তিনেজকে। সেই পুতুলের মুখে ছিল এমবাপ্পের মুখের ছবি। এমবাপ্পেকে নিয়ে এমন মজা করায় মুখোমুখি হতে হয়েছিল অনেক সমালোচনার। তবে সেটা যে মজা ছিল না সেই বিষয়েও কথা বলেছেন তিনি।

মার্টিনেজ বলেন, “এমবাপ্পেকে নিয়ে আমি মজা কীভাবে করলাম? সেই সময় মানুষ আমাদের দিকে প্রচুর পুতুল ছুড়ে মারছিল। এর মধ্যে এমবাপ্পের মুখ লাগানো একটা পুতুল আমার পায়ের কাছে এসে পড়ে। দেখে হাসি আসায় ওটা আমি তুলে নিই। দুই সেকেন্ডের মতো আমার হাতে ছিল। এর পর ছুড়ে দিই।”

Related Articles

Back to top button