দৈনিক খবর

এবার ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হয়েছে সাতদিন হলো। এর পর ইন্দোনেশিয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ভারতের সিকিমে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪ দশমিক ৩। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে সিকিমের ইউকসাম শহরে কম্পন অনুভূত হয়। খবর-আনন্দবাজারের।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিলো মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। তার জেরে কেঁপে উঠে বিস্তীর্ণ এলাকা। ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। তবে ভূকম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলে জানা গেছে।

এর আগে রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিলো আসাম রাজ্যে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৪।

Related Articles

Back to top button