দৈনিক খবর

সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঞ্জাবি গায়ে রোনালদো

এবার ইউরোপিয়ান ফুটবলকে সম্ভাব্য বিদায় জানিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ডিসেম্বরে হঠাৎ করেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদের পর রেকর্ড পরিমাণ মূল্যে আল নাসেরে পাড়ি জমান সিআর সেভেন। সৌদিতে পরিবার-পরিজন নিয়ে বেশ সুখেই আছেন রোনালদো। আরব দেশটিও তাকে রেখেছে রাজপুত্রের মতো।

এরই ধারাবাহিকতায় সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক নতুন রূপে দেখা গেল রোনালদোকে। প্রতি বছর হিজরী মাসের ২ শাবান তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সৌদি আরব। এই বছর দিনটি পড়েছে ২২ ফেব্রুয়ারি। গুরুত্বপূর্ণ এই দিনটিতে নানা রকম উৎসবে শামিল হন সৌদির জনগণ। আল নাসেরের ক্ষেত্রেও যার ব্যতিক্রম হয়নি।

আরব দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী জুব্বা পরে হাতে তরবারি নিয়ে গায়ে সবুজ পতাকা জড়িয়ে ধরা দেন সিআর সেভেন। মূলত বাৎসরিক এই উৎসবে অংশ নিতেই সৌদির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হন রোনালদো। তার সঙ্গে ছিলেন আল নাসেরের অন্যান্য ফুটবলার ও কর্মকর্তারাও। এদিকে সৌদি আরবে রোনালদো পাড়ি জমিয়েছেন প্রায় দুই মাস হতে চললো।

তবে এতদিনেও নিজর পছন্দসই বাড়ি খুঁজে পাচ্ছিলেন না তিনি। অবশেষে মিলল খোঁজ, ঠিকানা দেশটির মধ্য রিয়াদ। সেই বাড়িটির জন্য ইতিমধ্যেই ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন সিআর সেভেন। বাংলাদেশী টাকায় যার পরিমাণ গিয়ে দাঁড়ায় ১০৫ কোটিতে। সম্প্রতি পরিবারসহ নতুন বাড়িতে উঠেছেন তিনি।

Related Articles

Back to top button