দৈনিক খবর

আজ এক গোল করলেই রেকর্ড গড়বেন বিশ্বসেরা মেসি

আজকের রাতটা কি বিশেষ হতে যাচ্ছে লিওনেল মেসির জন্য? প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। মূলত শনিবার রাত থেকে শুরু হয় এই অপেক্ষা, যেদিন ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে দারুণ এক গোল করেছিলেন তিনি, সেই গোলের পর ক্লাব ফুটবলে ৭০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন আর্জেন্টাইন জাদুকর।

এই মাইলফলকে পৌঁছাতে মেসির দরকার কেবল একটি গোল। আজ রবিবার রাতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর এ ম্যাচেই তার কাছ থেকে গোলের অপেক্ষায় থাকবে মেসি সমর্থকেরা। প্রায় ২০ বছরের ফুটবল ক্যারিয়ারে অপ্রাপ্তির খাতায় বলতে গেলে নেই তেমন কিছুই। সাতবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বকাপসহ জিতেছেন একের অধিকবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দৈরথটা তো পুরোনো। ফুটবল ইতিহাসে যে মাইলফলকে এতদিন ছিল পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিশিয়ানো রোনালদোর নাম, সেখানে আজ তার সঙ্গী হয়ে যেতে পারেন মেসি। রোনালদো ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তিটা গড়েছেন ক’দিন আগেই। এবার তাতে ভাগ বসাতে যাচ্ছেন মেসি।

এক যুগ ধরে ব্যালন ডি’অর পুরস্কারকে তারা নিজেদের প্রায় সম্পত্তিই বানিয়ে ফেলেছিলেন। যদিও দুইটা বেশি নিয়ে এগিয়ে গেছেন পিএসজি তারকা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতায় মেসির চারটা থেকে একটা বেশি নিয়ে এগিয়ে আবার রোনালদো। তাদের এমন প্রতিযোগিতা এখনও চলছে। কয়েক দিন আগে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের প্রতিযোগিতায় এগিয়ে গেছেন রোনালদো। তবে পিছিয়ে নেই মেসিও।

এলিট গোলস্কোরিং ক্লাবে পর্তুগিজ তারকার সঙ্গে যোগ দিতে প্রস্তুত লিওনেল মেসি। এদিকে মেসি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে মোট ৬৭২টি গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগদানের পর থেকে ৬১ ম্যাচে মোট ২৭টি গোল করেছেন। সব মিলিয়ে ৮৩৯ ম্যাচে ৬৯৯ গোলে পৌঁছেছেন তিনি।

Related Articles

Back to top button