দৈনিক খবরসারাদেশ

এক কাতল ২৮৮৭৫ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে সাড়ে ১৭ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে। রোববার (২ এপ্রিল) ভোরে জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জেলে আনোয়ার হালদার তার সঙ্গীদের নিয়ে রাতে পদ্মায় মাছ ধরতে বের হন। ভোর রাতে তাদের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে মাছটি বিক্রির জন্য আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

এদিকে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাগেরহাট জেলার একজন ক্রেতার কাছে কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেছি।

Related Articles

Back to top button