দৈনিক খবর

মিরপুরে এসেই শান্তর সাথে দেখা করলেন হাথুরু, ছুটে এলেন তামিম

অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) দায়িত্ব নিতে ঢাকায় লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে হেড কোচের দায়িত্ব নিতে গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে ঢাকায় নামেন তিনি। ঢাকা পৌঁছেই হাথুরু জানালেন, বাংলাদেশের মানুষকে পছন্দ করেন তিনি। বিমানবন্দরে গণমাধ্যমকে হাথুরু বলেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’

এদিকে ঢাকায় পা রাখার পরদিনই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠে হাজির হয়েছেন হাথুরু। আজ সকাল ১১টায় মাঠে এসে প্রথমেই এসেই শান্তর সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ সব ক্রিকেটারের সঙ্গেই কুশল বিনিময় করেন হাথুরু।

এদিকে ইংল্যান্ড সিরিজ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। ছুটির দিনেও স্টেডিয়ামের মূল মাঠে শুরু হয়েছে অনুশীলন। যেখানে আগে থেকেই যোগ দেন ইয়াসির রাব্বি, রেজাউর রহমান রাজা, নাজমুল হোসেন শান্ত ও এবাদত হোসেনরা। এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অন্য সদস্যরাও অনুশীলনে যোগ দেবেন।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

Related Articles

Back to top button