Countrywideদৈনিক খবর

দলের নাম নিয়ে নতুন কৌশলে অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক ভিপি নূরের বিরুদ্ধে

দেশের আলোচিত রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার নানা বিষয়ে সমালোচিত হয়েছেন এবার তিনি অর্থ আত্মসাৎ করার জন্য অভিযুক্ত হলেন। তিনি বিদেশে গিয়ে টাকা নেন এমন অভিযোগ উঠেছে।

গণঅধিকার পরিষদের তহবিল সংগ্রহের নামে সংগঠনের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে প্রবাসীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় ও আত্মসাতের অভিযোগ উঠেছে।

সম্প্রতি কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘুরেছেন নূর। তিনি সেসব দেশে গণঅধিকার পরিষদের শাখা কমিটিও গঠন করেন। কাতার সফরকালে নূর ‘কাতার প্রবাসী অধিকার পরিষদ’ কমিটি গঠন করেন। এ সময় তার বিরুদ্ধে কাতারের প্রবাসী অধিকার পরিষদের সভাপতির পদ দিয়ে গাড়ি নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে নুরুল হক নূরকে কাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতি করা হয়েছে। সেখানে উপস্থিত শফিকুল নামে এক প্রবাসী নুরুল হক নূরকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিচ্ছেন। এ ছাড়া তিনি নূরকে সারা বাংলাদেশে ভ্রমণে সহায়তা করার আহ্বান জানাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাবেক ভিপি নূর বিভিন্ন দেশে গিয়ে প্রবাসী অধিকার পরিষদের ব্যানারে গণঅধিকার পরিষদের শাখা কমিটি গঠন করছেন। আর এসব কমিটির পদ পেতে ওইসব দেশের প্রবাসীদের কাছ থেকে নানা দামি উপহারও নিচ্ছে তারা। তিনি কাতার প্রবাসী শফিকুলের সভাপতি পদের বিনিময়ে একটি গাড়ি নেন।

নূরের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে টাকা-পয়সা কেলেঙ্কা”রিসহ নানা অভিযোগ উঠেছে।

বিশেষ করে ওমরাহ পালনের কথা বলে দুবাই গিয়ে ইস”রাইলের লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠকের ছবি ফাঁস হলে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন- ‘ভিপি নূর কি পবিত্র ওমরাহ পালনের জন্য বিভিন্ন ইসলামবিরোধী গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে ষড়য”ন্ত্র করছেন?’

এই ছবি ঘিরে শুরু হয় নাটকীয় পরিস্থিতি। এই বিতর্কিত ছবিটি প্রথমে এডিট করা হয় বলে দাবি করেন নূর। পরে চাপের মুখে মেন্ডির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন।

এ ছাড়া ইসরায়েলি গু”প্তচরের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষেও কথা বলেন নূর।

এমন সব বিতর্কের পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন, আদর্শের বুলি আওড়ানো সত্ত্বেও নূর তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ধনী হওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বলেন, নূরের মূল লক্ষ্য দেশপ্রেম নয়, নিজের স্বার্থ রক্ষা করা।

একইসঙ্গে ইসলামের কথা বলে বৈঠককে উত্ত”প্ত করে নূরের ইসরা”য়েলি সংযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি তার দ্বিমুখী চরিত্রের প্রতিফলন বলেও মন্তব্য করছেন ম্যাটিজেনরা। প্রবাসী কমিটি গঠনের নামে পদবাণিজ্য ও চাঁদাবাজির প্রমাণ ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, ভিপি থাকা অবস্থায় তিনি আ.লীগের সাথে সম্পর্কযুক্ত থেকেও পরে তিনি নিজের রাজনৈতিক দল গঠন করে আ.লীগ বিরোধী কথা বলতে শুরু করেন। এটা নিয়ে অনেকে তার নৈতিকতার প্রশ্ন তুলেছেন। তবে তিনি যেসব বিষয়ে অভিযুক্ত তা অমূলক নয় বলে অনেকে ধারনা করে থাকেন।

Related Articles

Back to top button