দৈনিক খবর

১৬০ কেজির শাপলাপাতা মাছ সাড়ে ২৮ হাজারে বিক্রি!

প্রায় ১৬০ কেজি ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়েছে মেঘনা নদীতে জেলেদের জালে। জেলেরা মাছটি ধরার পর মতিরহাট মৎস্যঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় করেন। তারপর মাছটি ২৮ হাজার ৫০০ টাকায় এক মাছ ব্যবসায়ী কিনে নেন।

বিশাল এই মাছটি লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। হাকিম মোল্লা উপজেলার মোল্লাবাড়ির বাসিন্দা। মাছটি ধরার পর সকালে উপজেলার মতিরহাট মৎস্যঘাটে আনেন। মাছটি ছিদ্দিক ব্যাপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। বিশাল এই মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করেন।

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন বলেন, জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরার পর সকালে ঘাটে নিয়ে আসেন। তারপর মাছটি ছিদ্দিক ব্যাপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এটি এখন ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মাছটি জোয়ারের সময় সাগর থেকে নদীতে চলে আসে। মাঝে মাঝে ছোট আকারে শাপলাপাতা মাছ ধরা পড়লেও এতো বড় মাছ এই প্রথম ধরা পড়েছে। এত বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি। স্থানীয়দের কাছে মাছটি হাউস বা শাপলাপাতা মাছ নামে পরিচিত।

Related Articles

Back to top button