opinionদৈনিক খবর

একই মামলায় আমাকে হাতকড়া পরিয়ে, আর সাংবাদিককে হাতকড়া বিহীন নেওয়া হলো আদালতে: কন্ঠশিল্পী আসিফ

বাংলাদেশের আইন বিষয়ে একটি কথা বলা হয়ে থাকে, আর সেটা হলো আইন সকলের জন্য সমান। কিন্তু বাস্তবে সেটা কখনও হয় না, অর্থাৎ সেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একেক জনের ক্ষেত্রে একেকভাবে প্রয়োগ করে থাকেন। এবার এই বিষয়টি নিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন গায়ক আসিফ আকবর। তিনি এই বিষয়টি তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক শামসুজ্জামান। এ মামলায় গায়ক আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষো”ভ প্রকাশ করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিককে হাতকড়া ছাড়াই আদালতে নেওয়ার বিষয়ে প্রথম আলো এই স্ট্যাটাস দিয়েছে।

সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ফে”সবুকের ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেন তিনি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আসিফকে। যেখানে তাকে হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হচ্ছে। দ্বিতীয় ছবিতে সাংবাদিক শামসুজ্জামানের হাতে হাতকড়া নেই।

আসিফ জানান, তাদের দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘প্রথম আলো সম্পাদক মতিউর রহমান মতি ভাই সেইম মামলায় আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। আর এমন রোজার রাতে সিআইডি আমাকে গ্রেফতার করেছে। আগে থেকে কিছু জানতেও পারিনি।

সবশেষে গায়ক লেখেন, ‘আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।’

এ প্রসঙ্গে বাংলা গানের রাজপুত্র একটি গণমাধ্যমকে বলেন, ‘এক দেশে দুই আইন, এটুকুই বলব। আর ফে”সবুকে যা বলার বলে দিলাম। এদিকে আসিফের স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিক থেকে বলা যায়, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়ে থাকে, তবে সেটা অনেকটাই প্রয়োগ হয় না, আমরা সেটা ভালোই দেখে থাকি। তবে যারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীতে কিংবা বিচারক হিসেবে কাজ করেন তারাও ভালো করেই জানেন। তবে মজার বিষয় বলতে গেলে সুন্দর করে বুঝিয়ে দিবে যে কাউকে।

Related Articles

Back to top button