দৈনিক খবর

অনুশীলনে ফিরেছেন সাকিব

ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দল প্রায় সপ্তাহখানেক ধরে অনুশীলন করছে। তবে ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মাঠে আসেন সাকিব। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মুশফিকুর রহিমের সঙ্গে কয়েক মিনিট খুনসুঁটি করে আবার ড্রেসিংরুমে ঢুকে যান।

এর আগে আসন্ন এই সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোটোকল অফিসার ওয়াসিম খান।

চলতি মাসের ১২ তারিখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের হারের রাতেই দলটির অধিনায়ক সাকিব পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন। সেখানে পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান তিনি। এদিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়।

বাংলাদেশের ওয়ানডে দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

Related Articles

Back to top button