দৈনিক খবর

ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত তাশরীফ

দেশের জনপ্রিয় তরুণ গায়ক তাশরীফ খান। গত বছর জুনে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভে ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বই লিখেছেন তিনি। বর্তমানে নিজের গানের দল নিয়ে ব্যস্ত। পাশাপাশি মানুষের জন্য নানা কাজে দেখা যায় এই গায়ককে।

গত দুই দিন আগে ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন তিনি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছেন। ফেসবুকে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো, হঠাৎ করেই আমি ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে আক্রান্ত হয়েছি। এই রোগে অনেক সময় মুখের এক পাশ বাকা হয়ে যায়। আমার মুখ এখনো বড় রকমের বাকা হয়নি তবে এখন যে অবস্থায় আছি এটা খুব নরমাল কোন অবস্থা না।
কেন হয়েছে তার কারণ এখনো জানি না। ডক্তার দেখানোর পর হয়তো এই ব্যাপারে পুরোপুরি জানতে পারবো।

আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্ট টা হতে পারে এই মাসের শেষ কনসার্ট। কবে নাগাদ আবার স্বাভাবিক হয়ে কাজে ফিরতে পারবো এখনো জানি না, তবে সবাই দোয়া করলে হয়ত দ্রুত সুস্থ হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন।

গত বছর জুনে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তরুণ গায়ক তাসরিফ খান। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছিলেন। সেই অভিজ্ঞতা নিয়ে ‘বাইশের বন্যা’ নামের একটি বই লিখেছেন তিনি। বর্তমানে নিজের গানের দল নিয়ে ব্যস্ত। পাশাপাশি মানুষের জন্য নানা কাজে দেখা যায় এই গায়ককে।

Related Articles

Back to top button