দৈনিক খবর

মেহজাবিনের ‘বাড়াবাড়ি’ই কাল হলো কুবি ছাত্রলীগের

সম্প্রতি গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শৃঙ্খলাহীনতার পাশাপাশি গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপসহ বেশকিছু কারণে রীতিমতো বেশ বিপাকে পড়েছে কুবি ছাত্রলীগ। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে বলে জানা গেল।

আজ মঙ্গলবার (৬ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মেয়াদোত্তীর্ণ, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমানকে শাসানোর অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়টির হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিনের বিরুদ্ধে।

এর এরই জের ধরে গতকাল সোমবার কুবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করা হয়। তবে এতে করে রীতিমতো বেশ বিপাকে পড়েছে কুবি ছাত্রলীগ।

Related Articles

Back to top button