Countrywideদৈনিক খবর

আগুন লাগার কারন জানতে সকল প্রশ্নের একই জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গত কয়েক দিনে বাংলাদেশের বড় কয়েকটি কাপড়ের মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে তাছাড়া রাজধানীর একটি বহুতল ভবনের নিচতলায় বিস্ফোরনেরর ঘটনাও ঘটেছে। এ বিষয়ে মানুষের মনে নানা প্রশ্ন জাগলেও কোনো সদুত্তোর দিতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনো বিভাগ। এবার এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষ হওয়ার আগে তিনি কোনো মন্তব্য করতে চান না।

রোববার তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনিবাজারে নিজ নির্বাচনী এলাকার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি আগুনের পেছনে কারণ থাকে। এছাড়াও রয়েছে বৈদ্যুতিক সমস্যা, শর্ট সার্কিট বা নাশকতাও। আমরা এখনও নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার কাছে একটা প্রশ্ন, কেন ঘন ঘন এবং গভীর রাতে আগুন লাগছে? তবে তদন্তের আগে এর কারণ বলতে পারব না।

অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে নিশ্চিত না হলে এ বিষয়ে কিছু বলা যাবে না।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে এ অগ্নি’কাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রোববার সকাল ৯টার দিকে তা পুরোপুরি নিভে যায়।

এর আগে গত ৪ এপ্রিল দেশের সবচেয়ে বড় কাপড়ের মার্কেট বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এই সময় ঐ মার্কেট সংলগ্ন এলাকার অনেক দোকানে আগুন লাগে। কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায়।

Related Articles

Back to top button