দৈনিক খবর

কম দামে ৭ সিটের গাড়ি আনছে নিশান, ফিচার শুনলে অবাক হবেন

টাটা মোটরস, হুন্দাই ও মাহিন্দ্রার মতো ব্র্যান্ডকে পেছনে ফেলে এখন জনপ্রিয়তার শীর্ষে নিশান। বিশ্বজুড়ে চার চাকার গাড়ির চাহিদা তুঙ্গে। ফলে ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে অনেক কোম্পানি। সেই টার্গেটেড মার্কেটে রাজত্ব করছে মারুতি সুজুকি।

তবে পরিবারের সদস্য বেশি থাকায় হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি পছন্দ করেন না অনেকে। তাদের প্রয়োজন হয় ৭ সিটের গাড়ি। এই প্ল্যাটফর্মে দারুণ জনপ্রিয় মারুতি সুজুকির এর্তিগা। এবার সেটিকে টেক্কা দিতে আসছে নিশানের একটি গাড়ি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ৭ সিটের এমভিপি আনছে জাপানের কোম্পানিটি। তারা জানিয়েছে, এটি হবে রেনল্ট টাইবার ভিত্তিক। মডেলটি সিএমএফ এ প্লাস প্লাটফর্মে তৈরি হবে। আপাতত গাড়িটি নিয়ে এসব তথ্যই প্রকাশ করা হয়েছে। এছাড়া এই বিষয়ে আর বিস্তারিত জানানো হয়নি।

আশা করা হচ্ছে, নিশানের ৭ সিটের এমভিপির পাওয়ারট্রেন ও বৈশিষ্ট্য রেনল্ট ট্রাইবারের সঙ্গে মিলবে। এর ১ লিটার, ৩ সিলিন্ডার অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। এটি ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক জেনারেট করে। ধারণা করা হচ্ছে, একটি টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনসহ নতুন এমভিপি চালু হতে পারে। ম্যানুয়াল ও এএমটি গিয়ারবক্স থাকার সম্ভাবনা আছে। যার মূল্য মারুতি এর্তিগার চেয়ে কম হবে।

নিশানের এই গাড়িতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ, কি লেস এন্ট্রি, অপসারণযোগ্য তৃতীয় সারি, পুশ-বাটন স্টার্ট, এলইডি লাইটিং সেটআপ, দ্বিতীয় সারি রিক্লাইন এবং ছাদে মাউন্ট এসি ভেন্টসহ একটি 8-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। শিগগিরই এই গাড়ি লঞ্চ হতে পারে।

Related Articles

Back to top button