দৈনিক খবর

মাশরাফিকে বিসিবিতে দেখতে চান বাবা

জাতীয় দলের জার্সি তুলে রাখলেও এখনও ঘরোয়া লিগে নিয়মিত খেলে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন তিনি। দলটির অধিনায়কেরও দায়িত্ব পালন করছেন মাশরাফি।

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরে বর্তমানে এই ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দায়িত্বে দেখতে চাই সমর্থকরা। অনেকবার দাবিও উঠেছে দেশসেরা এই পেসারকে বিসিবির সঙ্গে জড়ানোর। তবে সেই প্রত্যাশা মেটেনি। মাশরাফির বাবা গোলাম মুর্তজাও তাকে বিসিবিতে দেখতে চান। তিনি আশাবাদী বিসিবিতে কাজ করলে ভালো করবেন এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘সম্ভাবনা তো আছেই। আমরা তো চাই সে যেটা ভালো জানে ভালো পারে… বিসিবিতে কাজ করলে সে অনেক ভালো করতে পারবে। আমি এটা জোড়ালোভাবে বিশ্বাস করি।’

মাশরাফির বাবা আরও বলেন, ‘সে যেহেতু ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলছে। ক্রিকেট সম্পর্কে অনেক কিছু জানে। যদি সে এই দায়িত্বে আসে তাহলে সে অনেক ভালো করবে বলে আমার বিশ্বাস।’

এরই মধ্যে বিপিএলের এবারের আসরে তিন ম্যাচ খেলে ফেলেছে মাশরাফির সিলেট। তারা তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে। মঙ্গলবার তারা ঢাকা ডমিনেটরসকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

Related Articles

Back to top button